ভারতকে কড়া বার্তা দিলেন শ্রম উপদেষ্টা
পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশি কেউ আর ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে চাঁদপুর আধুনিক নদী বন্দর নির্মাণ কাজ পরিদর্শন শেষে লঞ্চঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশি কেউ আর ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে চাঁদপুর আধুনিক নদী বন্দর নির্মাণ কাজ পরিদর্শন শেষে লঞ্চঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘‘আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চাই। কিন্তু যদি তারা পায়ে পড়ে ঝগড়া করেন, তাহলে বাংলাদেশি জনগণ আর কখনো ওই দেশমুখী হবে না। এটা মনে রাখতে হবে, এটা ১৮ কোটি মানুষের দেশ, ছোটখাটো দেশ নয়।’’
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ‘‘ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে বা তলব করা হবে। আমাদের কোনো খারাপ সম্পর্ক ছিল না ভারতের সঙ্গে। আমাদের দেশে থাকা অন্য ধর্মাবলম্বী মানুষদের নিরাপত্তা দেখভাল করা সরকারের কাজ।’’
বন্দরের নির্মাণ কাজে অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, ‘‘পূর্বে যারা অনিয়ম করেছে, তাদের আর ধরতে হবে না। এখন আমাদের লক্ষ্য কোনো ধরনের চুরি না হওয়া নিশ্চিত করা। কাজটি কেন দেরি হচ্ছে, তা দেখতে আমি নিজেই এখানে এসেছি। যদি ঠিকাদারদের কারণে বিশ্বব্যাংকের বরাদ্দ ফিরে যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’
এছাড়া মেঘনায় অবৈধ বালু উত্তোলন নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘‘আমি চাঁদপুর ও মুন্সীগঞ্জের মাঝে ষাটনল এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে দেখেছি। আমাকে দেখেই তারা পালিয়ে গেছে। আমি ছবি তুলে রেখেছি। মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে আমি ডেকেছি এবং সেখানে গিয়ে ব্যবস্থা নেব।’’
এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান এবং অন্যান্য স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?