বড়দিন উপলক্ষে রঙিন সাজে সেজেছে মালয়েশিয়া

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে মালয়েশিয়া জুড়ে উৎসবের আমেজ। পুরো দেশ আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে, নানা ধরনের সাজে সেজেছে বিপণিবিতান, অফিস, বাসাবাড়ি এবং জনপথ। 

Dec 21, 2024 - 05:18
 0  0
বড়দিন উপলক্ষে রঙিন সাজে সেজেছে মালয়েশিয়া

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে মালয়েশিয়া জুড়ে উৎসবের আমেজ। পুরো দেশ আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে, নানা ধরনের সাজে সেজেছে বিপণিবিতান, অফিস, বাসাবাড়ি এবং জনপথ। 

শুক্রবার (২০ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বড়দিন উদযাপনে মালয়েশিয়ার বিপণিবিতানগুলোতে ক্রিসমাস ট্রি এবং এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে। হাজার হাজার এলইডি লাইটের ঝলমলে আলোয় সজ্জিত হয়েছে ট্রি, যা সৃষ্টি করেছে এক দৃষ্টিনন্দন পরিবেশ।

২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে উৎসব শুরু হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীসহ বিভিন্ন দেশের পর্যটকরা এই উৎসবের অংশ হতে মালয়েশিয়ার বিপণিবিতানে ভিড় করছেন। বাংলাদেশি পর্যটক ও প্রবাসী বাংলাদেশিরাও এই আনন্দমুখর পরিবেশ দেখতে আসছেন।

বড়দিনকে ঘিরে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন পণ্যে, আর এই উপলক্ষে নানা সামাজিক আচার অনুষ্ঠানও চলছে। উপহার প্রদান, গির্জায় উপাসনা, পারিবারিক অনুষ্ঠান, সংগীত পরিবেশন, বড়দিনের কার্ড বিনিময়, গৃহসজ্জা, ক্রিসমাস গাছের আলোকসজ্জা এবং যিশুর জন্মদৃশ্যের প্রদর্শনী অন্যতম। এছাড়া, ছোটদের জন্য ফাদারের উপহার আনার জনপ্রিয় রূপকথা আজও প্রচলিত রয়েছে। 

সন্তানদের মধ্যে সান্তা ক্লজের প্রতি ভালোবাসা থাকে বিশেষভাবে, আর সারা বছর ধরে কাজের চাপে একঘেয়ে জীবনযাপন করা বড়রা বড়দিনের উৎসবে পরিবার ও সন্তানদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চলে আসেন। 

এ বছর, যিশুর কাছে প্রার্থনা উঠেছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধের অবসান এবং একটি শান্তিপূর্ণ, হানাহানি মুক্ত পৃথিবী গড়ার জন্য। বড়দিনের উৎসবে এক বিশেষ চরিত্র, সান্তা ক্লজও থাকে এক জনপ্রিয় চরিত্র হিসেবে, যার মুখে সাদা দাড়ি, মাথায় বিশেষ টুপি এবং লাল পোশাক থাকে। সান্তা ক্লজকে বড়দিনের চেতনার প্রতীক হিসেবে দেখা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow