উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক প্রকাশ

অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Dec 21, 2024 - 05:21
 0  3
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক প্রকাশ

অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় এক শোক বার্তায় প্রধান বিচারপতি বলেন, এ এফ হাসান আরিফ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়াও, তিনি ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রধান বিচারপতি বলেন, এ এফ হাসান আরিফ ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ১৯৭০ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং তারপর থেকে নিরবচ্ছিন্নভাবে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে আইনপেশা চালিয়ে গেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ আইনের জগতে এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow