আজ এক্সপ্রেসওয়েতে থাকছে বিশেষ ছাড়
‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্ট উপলক্ষে শনিবার (২১ ডিসেম্বর) ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই দিন, টোল ছাড়া বিমানবন্দর, কুড়িল ও বনানী র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।
‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্ট উপলক্ষে শনিবার (২১ ডিসেম্বর) ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই দিন, টোল ছাড়া বিমানবন্দর, কুড়িল ও বনানী র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে। এছাড়া বিমানযাত্রীদের সুবিধার্থে তারা জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসের মধ্য দিয়ে বিমানবন্দরে যেতে পারবেন। একই সাথে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলোকেও ওই পথে প্রাধান্য দেওয়া হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ এবং স্কাইট্র্যাকার লিমিটেড কর্তৃক আয়োজিত ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্ট, যেখানে বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানসহ দেশের খ্যাতনামা ব্যান্ডশিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
এদিকে, অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কিছু নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
১. স্টাফ রোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স ক্রসিং পর্যন্ত গুলশান-বনানী-মহাখালী গামী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে, তাই ওই সময়ে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
২. ২১ ডিসেম্বর, দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিমানবন্দর, কুড়িল এবং বনানী র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা টোল ছাড়া চলাচল করতে পারবেন।
৩. উত্তরা থেকে বিমানবন্দর গামী যানবাহন রেডিসন হোটেলের আগে ইউটার্ন অথবা বনানী ওভারপাসের নিচে ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে।
৪. গুলশান-বনানী-মহাখালী গামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে বিমানবন্দর ও কুড়িল র্যাম্পে উঠতে পারবে।
৫. বিমানবন্দর, উত্তরা ও টঙ্গী গামী যানবাহন বনানী র্যাম্প ব্যবহার করে চলাচল করতে পারবে।
৬. ইসিবি চত্বর থেকে বনানীগামী ফ্লাইওভারের লুপটি বন্ধ থাকবে।
৭. ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহন কুর্মিটোলা হাসপাতালের সামনের র্যাম্প ব্যবহার করে বনানী হয়ে যেতে পারবে।
৮. র্যাম্প ব্যবহারে মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বাইসাইকেল ব্যবহার নিষিদ্ধ থাকবে।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২১ ডিসেম্বর 'স্পিরিট অব জুলাই কনসার্ট' এর আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে একটি চ্যারিটি কনসার্ট, যেখানে ঢাকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। কনসার্ট থেকে আয়কৃত অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সহায়তার জন্য ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করা হবে।
এছাড়া, এই কনসার্টের কারণে জনদুর্ভোগ ও যানজট লাঘব করতে, ধানমন্ডি ও ফার্মগেট এলাকার বিমানযাত্রী বহনকারী যানবাহনকে বিমানের টিকিট প্রদর্শনের সাপেক্ষে জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশের সুযোগ দেওয়া হবে। সিএমএইচ হয়ে জিয়া কলোনি দিয়ে বিমানবন্দরে যাওয়ার ব্যবস্থা থাকবে। এই সুবিধাটি ২১ ডিসেম্বর দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত কার্যকর থাকবে।
রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলোকেও একই পথ ব্যবহার করতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হবে।
What's Your Reaction?