নাতনির স্কুলে উপস্থিত হলেন অমিতাভ, অনুষ্ঠান দেখে দাদু যা লিখলে

সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিনেতা অভিষেক বচ্চনের একসঙ্গে উপস্থিতি আবারও শিরোনামে এসেছে। গতকাল তারা একসঙ্গে মেয়ের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে হাজির হন। ঐশ্বরিয়া বরের হাত ধরে স্কুলে এসেছিলেন, যেখানে তাদের সঙ্গে ছিলেন বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনও। 

Dec 21, 2024 - 05:39
 0  0
নাতনির স্কুলে উপস্থিত হলেন অমিতাভ, অনুষ্ঠান দেখে দাদু যা লিখলে

সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিনেতা অভিষেক বচ্চনের একসঙ্গে উপস্থিতি আবারও শিরোনামে এসেছে। গতকাল তারা একসঙ্গে মেয়ের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে হাজির হন। ঐশ্বরিয়া বরের হাত ধরে স্কুলে এসেছিলেন, যেখানে তাদের সঙ্গে ছিলেন বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনও। 

আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে এই পরিবারের উপস্থিতি সবার নজর কাড়ে। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানটি ছিল সাড়া জাগানো, যেখানে নানা তারকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরাধ্যাকে দেখে মুগ্ধ হয়েছেন উপস্থিত সকলে, আর বাড়ি ফিরে দাদু অমিতাভ বচ্চন যা লিখেছেন, তাও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রতিবেদনে জানা গেছে, গত এক বছরে বচ্চন পরিবারের বিবাহবিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন চলছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একসঙ্গে দেখা গেছেন ঐশ্বরিয়া ও অভিষেক। তারা একসঙ্গে বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটান।

ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তারকাদের উপস্থিতি বরাবরের মতো ছিল। তবে এবারের অনুষ্ঠানে ভিন্ন এক দৃশ্য দেখা গেছে, যেখানে অভিষেক বচ্চন তার স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রতি বাড়তি যত্ন দেখিয়েছেন। তাদের এই দৃশ্য দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা। 

অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু এবার তিনি বেশ খুশি। তিনি লিখেছেন—"শিশুদের সারল্য, তাদের মা-বাবার উপস্থিতিতে সেরা হওয়ার ইচ্ছেটা সত্যিই অবাক করার মতো। হাজার হাজার শিশুকে একসঙ্গে দেখতে চেয়ে পৃথিবীতে আর কিছুই আনন্দদায়ক হতে পারে না।"

এছাড়া, ঐশ্বরিয়া এবং অভিষেক একসঙ্গে "ওম শান্তি ওম" ছবির জনপ্রিয় গান "দিওয়ানগি দিওয়ানগি" তালে তালে নেচেছিলেন, যা ক্যামেরায় বন্দি করেন ফটোসাংবাদিকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow