সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে যশোরে থানা ঘেরাও কর্মসূচি
টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থিদের শাস্তি, যশোর মার্কাজ মসজিদসহ সব মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়ে থানা ঘেরাও করা হয়েছে।
টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থিদের শাস্তি, যশোর মার্কাজ মসজিদসহ সব মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়ে থানা ঘেরাও করা হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে বিক্ষোভকারীরা যশোর কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন। এরপর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন জেলার ওলামায়ে কেরাম এবং তাবলিগের শূরায়ে নেজামের সদস্যরা।
যশোরের ওলামায়ে কেরাম এবং তাবলিগের শূরায়ে নেজামের কয়েকজন সদস্য জানান, যশোরে সাদপন্থিদের মার্কাজ মসজিদের পাশেই একটি অবৈধভাবে দখলকৃত ভবন রয়েছে, যেখানে তারা লাঠিসোটা, দেশীয় অস্ত্র-শস্ত্র জমা রাখে এবং সেগুলো নিয়ে টঙ্গী ময়দানে গিয়ে হামলায় অংশ নেয়। তাদের দাবি, এ ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ইন্ধনদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।
এদিকে, তাবলিগ জামায়াত (সাদপন্থি) নেতা এসএম ইয়ামিন রহমান দাবি করেন, পুরাতন কসবা সইদুল ইসলাম মার্কাজের পাশের জমি ও ভবনটি তার প্রতিষ্ঠানের মালিক, ওবায়দুল হক দান করেছেন এবং এটি সাদপন্থিদের নিজস্ব ভবন। তার মতে, এটি অবৈধ বা দখলকৃত জায়গা নয়। তিনি বলেন, "জোবায়েরপন্থিরা মিথ্যা অভিযোগ তুলছে, তারা জঙ্গি কার্যক্রমে লিপ্ত হয়ে টঙ্গী ময়দানে অস্ত্র নিয়ে অবস্থান করেছিল।"
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে আলোচনা হবে এবং সেখানে সব সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে।
What's Your Reaction?