বার্সেলোনাকে পিছনে ফেলে শীর্ষস্থানে আতলেতিকো
ফুটবলে বার্সেলোনার সময় ভালো যাচ্ছিল না, তবুও এখন পর্যন্ত শীর্ষস্থানে ছিল তারা। তবে এবার সেই শীর্ষস্থানও হারালো কাতালান ক্লাবটি। লা লিগার একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে আতলেতিকো মাদ্রিদ।
ফুটবলে বার্সেলোনার সময় ভালো যাচ্ছিল না, তবুও এখন পর্যন্ত শীর্ষস্থানে ছিল তারা। তবে এবার সেই শীর্ষস্থানও হারালো কাতালান ক্লাবটি। লা লিগার একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে আতলেতিকো মাদ্রিদ।
নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচটি ছিল ১-১ সমতায়, কিন্তু যোগ করা সময়ে ম্যাচের শেষ মিনিটে এক অপ্রত্যাশিত গোল করে বার্সেলোনার জালে বল পাঠায় আতলেতিকো মাদ্রিদ। অবিশ্বাস্য, নাটকীয় এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে উঠে আসে দিয়েগো সিমেওনের দল।
২০০৬ সালের পর এই প্রথমবার বার্সেলোনার মাঠে লা লিগার ম্যাচে জিতল মাদ্রিদ। আগের ১৮ ম্যাচে (৫ ড্র, ১৩ হার) তাদের জয় ছিল না।
প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য ছিল বার্সেলোনার। পেদ্রির গোলে তারা এগিয়ে যায়। তবে বিরতির পর সমতা আনেন রদ্রিগো দে পল। ম্যাচের যোগ করা সময়ের ৯৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা আলেকসান্দার সরলথ আতলেতিকো মাদ্রিদের হয়ে গোল করে দলকে জয় এনে দেন।
গত মাসের শুরুতে বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে ছিল আতলেতিকো মাদ্রিদ। কিন্তু এখন তারা বছর শেষ করছে বার্সেলোনার চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে।
১৮ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট এখন ৪১, আর ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চলে গেছে বার্সেলোনা।
এদিকে, হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার বাজে সময়ও দীর্ঘায়িত হচ্ছে। আসরের প্রথম ১২ ম্যাচের ১১টিই জয়ী দলটি পরবর্তী ৭ ম্যাচের ৬টিতেই পয়েন্ট হারিয়েছে। এর মধ্যে ৪টি হারের পাশাপাশি ২টি ড্র এবং একটি জয় রয়েছে। ঘরের মাঠে তারা টানা তিন ম্যাচ হারল।
What's Your Reaction?