অশ্বিনের অবসর নিয়ে সোজা মন্তব্য রোহিত শর্মার
ভারতীয় টি-টোয়েন্টি দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়টি নিয়ে কথা বলেছেন। রোহিত জানান, "অ্যাশ (অশ্বিন) সম্পর্কে কথা বলতে গেলে... তিনি এই সিদ্ধান্ত নিয়ে খুবই নিশ্চিত ছিলেন।
ভারতীয় টি-টোয়েন্টি দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়টি নিয়ে কথা বলেছেন। রোহিত জানান, "অ্যাশ (অশ্বিন) সম্পর্কে কথা বলতে গেলে... তিনি এই সিদ্ধান্ত নিয়ে খুবই নিশ্চিত ছিলেন। পার্থে এসে আমি যখন শুনেছিলাম, তখনই এটা তার মাথায় ছিল। অবশ্যই, প্রথম তিন-চার দিন টেস্ট ম্যাচে আমি উপস্থিত ছিলাম না, তবে তখন থেকেই এটি তার মাথায় ছিল। স্পষ্টতই, এর পেছনে অনেক কিছু রয়েছে।"
রবিচন্দ্রন অশ্বিন সিরিজের মাঝখানে নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে বিদায় জানান। রোহিত শর্মা জানান, তিনি পার্থে পৌঁছানোর পরই অশ্বিনের অবসরের সিদ্ধান্তের কথা জানতে পারেন। তবে রোহিত চেষ্টা করেছিলেন অশ্বিনকে গোলাপি বলের টেস্ট পর্যন্ত দলে রাখার। কিন্তু গাব্বায় এসে অশ্বিন রোহিতকে জানান, "দলে যদি আমার আর প্রয়োজন না থাকে, তবে আমি বিদায় জানাতে চাই।"
এসময়, খেলার ফলাফল ঘোষিত না হলেও অশ্বিনের অবসরের গুঞ্জন শুরু হয়। ড্রেসিংরুমে বিরাট কোহলিকে জড়িয়ে ধরতে দেখা যায় অশ্বিনকে, এবং সেটি থেকেই তার অবসর নিয়ে জল্পনা তোলপাড় শুরু হয়। পরবর্তীতে, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত শর্মার সাথে দেখা যায় অশ্বিনকে, যেখানে তিনি সংক্ষেপে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। কোনো প্রশ্নের উত্তরও দেননি তিনি। এর পরেই রোহিত শর্মা থেকে জানতে চাওয়া হয়, তিনি কখন অশ্বিনের অবসরের বিষয়ে জানতে পেরেছেন।
এ বিষয়ে রোহিত শর্মা বলেন, "আমি পার্থে এসে শুনেছিলাম। এটা নিয়ে অনেক কিছু আছে; আমি নিশ্চিত যে, অ্যাশ যখন প্রস্তুত হবে, তখন সে নিজেই এর বিষয়ে কথা বলবে। সে বুঝতে পারছে যে দল কী ভাবছে, আমরা কী ধরনের কম্বিনেশন চাচ্ছি। যখন আমরা এখানে আসি, তখন নিশ্চিত ছিলাম না কোন স্পিনার খেলবে, তবে আমরা কেবল পরিস্থিতি মূল্যায়ন করতে চেয়েছিলাম। কিন্তু হ্যাঁ, যখন আমি পার্থে পৌঁছালাম, তখন আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল। আমি তাকে গোলাপি বলের টেস্টে থাকার জন্য কিছুটা উৎসাহিত করেছিলাম।"
রবিচন্দ্রন অশ্বিনের ক্রিকেট ক্যারিয়ার উল্লেখযোগ্য। তিনি ভারতের হয়ে ১০৬ টেস্ট ম্যাচে খেলেছেন এবং ২০০ ইনিংসে ৫৩৭ উইকেট শিকার করেছেন। ইনিংসে ৫ উইকেট নেন ৩৭ বার এবং এক ম্যাচে ১০ উইকেট নেন ৮ বার। তার সেরা বোলিং পারফরম্যান্স ৫৯ রানে ৭ উইকেট। এছাড়াও, অশ্বিন ১৫১ ইনিংসে ৩৫০৩ রান সংগ্রহ করেছেন, যেখানে ৬টি সেঞ্চুরি এবং ১৪টি হাফসেঞ্চুরি রয়েছে। তার সর্বোচ্চ রান ১২৪।
অশ্বিন ভারতের হয়ে ১১৬ ওয়ানডে ম্যাচে ১৫৬ উইকেট নিয়েছেন এবং ৬৩ ইনিংসে ৭০৭ রান সংগ্রহ করেছেন। এছাড়া, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৬৫টি ম্যাচে ৭২ উইকেট নিয়েছেন এবং ব্যাট করেছেন ১৯ ইনিংসে ১৮৪ রান।
What's Your Reaction?