ওবামার পছন্দের তালিকায় প্রথম ভারতীয় চলচ্চিত্র
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, আরও একটি বছর শেষ হতে যাচ্ছে এবং হাতে রয়েছে মাত্র কিছুদিন। সারা বিশ্বজুড়ে এখন চলছে ২০২৪ সালের রিভিউ। এমনকি সবার নজর কাড়ছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। তার পছন্দের ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশের মেয়ে পায়েল কাপাডিয়ার ছবি, যা সম্পূর্ণ ভারতীয় প্রেক্ষাপটে নির্মিত।
**ওবামার পছন্দের ছবির তালিকায় জায়গা পেল পায়েল কাপাডিয়ার ভারতীয় ছবি**
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, আরও একটি বছর শেষ হতে যাচ্ছে এবং হাতে রয়েছে মাত্র কিছুদিন। সারা বিশ্বজুড়ে এখন চলছে ২০২৪ সালের রিভিউ। এমনকি সবার নজর কাড়ছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। তার পছন্দের ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশের মেয়ে পায়েল কাপাডিয়ার ছবি, যা সম্পূর্ণ ভারতীয় প্রেক্ষাপটে নির্মিত।
গতকাল শনিবার (২১ ডিসেম্বর), সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (টুইটার) অ্যাকাউন্টে বারাক ওবামা তার ২০২৪ সালে দেখা সেরা কিছু ছবির তালিকা শেয়ার করেন। আর সেই তালিকায় প্রথমেই জায়গা পেয়েছে পায়েল কাপাডিয়ার ছবি **"অল উই ইমেজিন অ্যাজ লাইফ"**।
পছন্দের ছবির তালিকায় এই ভারতীয় ছবির সাফল্য এখানেই থেমে থাকেনি। প্রথমেই নাম রয়েছে **‘অল উই ইমেজিন অ্যাজ লাইফ’-এর**, এরপর রয়েছে **‘কনক্লেভ’, ‘দ্য পিয়ানো লেসন’, ‘দ্য প্রমিসড ল্যান্ড’, ‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’, ‘ডিউন: পার্ট টু’, ‘ডিডি’, ‘সুগারকেন’, ‘আ কমপ্লিট আননোন’**। তালিকার উপরে বারাক ওবামা লিখেছেন: "২০২৪ সালে আমি যে ছবিগুলি দেখেছি, সেগুলোর মধ্যে কিছু আপনাদেরও দেখা উচিত।"
এছাড়া, গত মে মাসে **‘অল উই ইমেজিন অ্যাজ লাইফ’** ছবির জন্য **গ্রাঁ প্রি** পুরস্কার জিতে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের ঊর্ধ্বে উঠে আসে পায়েল কাপাডিয়া। প্রায় ৩০ বছর পর, কোনো ভারতীয় ছবি **কান চলচ্চিত্র উৎসবে** প্রথম সারিতে মনোনীত হয়েছিল এবং ছবিটি গ্রাঁ প্রি পুরস্কার পেয়েছে। যদিও সর্বোচ্চ সম্মান **পাম ডিওর** অল্পের জন্য হাতছাড়া হয়, তবে এই সাফল্য অনেকটা স্বীকৃতি পেয়েছে।
ভারতীয় পরিচালকের এই অসাধারণ অর্জনে নেটিজেনদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
What's Your Reaction?