রাজধানীর পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার (১৭ নভেম্বর) ভোর পাঁচটার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা না গেলেও এ ঘটনায় নিহত ব্যক্তি রিকসার যাত্রী ছিলেন। এছাড়া যিনি আহত হয়েছেন তিনি রিকসার চালক ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
What's Your Reaction?