ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে মারামারি, আহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি নিয়ে বিরোধের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের গভর্মেন্ট মডেল গার্লস হাই স্কুলে এ ঘটনা ঘটে, যার ফলে দুইজন গুরুতর আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি নিয়ে বিরোধের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের গভর্মেন্ট মডেল গার্লস হাই স্কুলে এ ঘটনা ঘটে, যার ফলে দুইজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, বোরহান উদ্দিন (২১) এবং ফয়সাল (২৭)। এদের মধ্যে বোরহান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজের শিক্ষার্থী।
জানা যায়, ওইদিন বিকালে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় গভর্মেন্ট মডেল গার্লস হাই স্কুলে একটি সভা আয়োজন করা হয়েছিল। সভার এক পর্যায়ে কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে তা মারামারিতে পরিণত হয়। এতে বোরহান উদ্দিন ও ফয়সাল গুরুতর আহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, এ ঘটনার পর উভয় পক্ষই থানায় কোনো অভিযোগ দাখিল করেনি।
What's Your Reaction?