আন্দোলনে সক্রিয় ছিলেন আইইউটি’র পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে নিহত মাহিন

গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন হলেন মুবতাছিন রহমান মাহিন, যিনি রংপুর মহানগরীর জুম্মাপাড়ার বাসিন্দা। মাহিন রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং এই আন্দোলনে তিনি শহরের সামনের সারিতে ছিলেন। তিন সপ্তাহ আগে তিনি বাড়িতে আসেন।

Nov 24, 2024 - 04:46
Nov 24, 2024 - 04:56
 0  4
আন্দোলনে সক্রিয় ছিলেন আইইউটি’র পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে নিহত মাহিন

গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন হলেন মুবতাছিন রহমান মাহিন, যিনি রংপুর মহানগরীর জুম্মাপাড়ার বাসিন্দা। মাহিন রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং এই আন্দোলনে তিনি শহরের সামনের সারিতে ছিলেন। তিন সপ্তাহ আগে তিনি বাড়িতে আসেন।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মাহিনের বাড়িতে গিয়ে দেখা যায়, তার পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব এবং পাড়া-প্রতিবেশী সবাই শোকাভিভূত। মাহিনের বাবা ইমতিয়াজুর রহমান এবি ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক। মাহিন দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন এবং আইইউটিতে ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটিতে শেষ বর্ষে পড়াশোনা করছিলেন।

মাহিনের ছোটবেলার বন্ধু তাসিম জানায়, আন্দোলনের সময় তারা তিন মাস একসাথে ছিলেন। আন্দোলনে অংশ নেয়ার সময় মাহিন সবসময় সবার সামনে থাকত। আন্দোলন শেষে পরীক্ষার জন্য ঢাকায় চলে যায়, তবে তিন সপ্তাহ আগে হঠাৎ করে বাড়িতে ফিরে আসে। বাড়ি যাওয়ার সময় সে জানিয়েছিল, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তাসিম বলেন, "বন্ধু চলে যাবে এমন কল্পনাও করতে পারিনি, সে তো এখন আর ফিরে আসবে না।"

মাহিনের চাচা হাসান রহমান বলেন, "এভাবে মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। এটা একেবারে অবহেলা, একেবারে অগ্রহণযোগ্য। কোনো এক তারের সঙ্গে ঝুলে পড়ে এমন মৃত্যু কখনোই মেনে নেয়া যায় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করছি।"

এ রিপোর্ট লেখা পর্যন্ত মাহিনের মরদেহ তার বাড়িতে আনা হয়নি, তবে রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে বিআরটিসির দোতলা বাসটি পৌঁছানোর পর বাসের ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিনসহ তিন আইইউটি শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow