মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ দগ্ধ ৭

রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Nov 24, 2024 - 05:21
 0  4
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ দগ্ধ ৭

রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (২৪ নভেম্বর) ভোরের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে সকাল ৭টার দিকে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধদের মধ্যে রয়েছেন, আব্দুল খলিল (৪০), মো. রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), সপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে আব্দুল খলিলের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে, আব্দুল্লাহ ৩৮ শতাংশ এবং মোহাম্মদ ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। এই তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি চারজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং আশঙ্কাজনক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow