লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০

লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)-এর আগ্রাসন অব্যাহত রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৩ নভেম্বর) আইডিএফ-এর হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন এবং আরও ৬৬ জন আহত হয়েছেন।

Nov 24, 2024 - 05:29
 0  4
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০

লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)-এর আগ্রাসন অব্যাহত রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৩ নভেম্বর) আইডিএফ-এর হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন এবং আরও ৬৬ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে জানানো হয়, বৈরুত শহরে বোমাবর্ষণের ফলে একটি আট তলা ভবন ধ্বংস হয়ে যায় এবং এতে ২০ জনের প্রাণহানি ঘটে। একই সময়, পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকেই আহত হয়েছেন।

অন্যদিকে, আইডিএফ-এর হামলার পাল্টা জবাব দিতে হিজবুল্লাহও হামলা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সময় শনিবার রাতে ৩৪টি হামলা পরিচালনা করেছে তারা।

লেবাননের দক্ষিণে ইহুদি সেনাদের অবস্থানে হামলা চালিয়ে একটি মারকাভা ট্যাংক ধ্বংস করেছে হিজবুল্লাহ। এ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলেও দাবি করেছে হিজবুল্লাহ, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow