এমবাপ্পের গোল খরা কাটার দিনে রিয়ালের দাপুটে জয়

রিয়াল মাদ্রিদের জার্সিতে সময়টা ভালো যাচ্ছিল না ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের। গোল পাচ্ছিলেন না এই তারকা। যে কারণে সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তাকে। অবশেষে গোল খরা কাটালেন এমবাপ্পে। চার ম্যাচ পর রিয়ালের জার্সিতে গোল পেলেন এই তারকা।

Nov 25, 2024 - 04:01
 0  0
এমবাপ্পের গোল খরা কাটার দিনে রিয়ালের দাপুটে জয়

রিয়াল মাদ্রিদের জার্সিতে সময়টা ভালো যাচ্ছিল না ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের। গোল পাচ্ছিলেন না এই তারকা। যে কারণে সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তাকে। অবশেষে গোল খরা কাটালেন এমবাপ্পে। চার ম্যাচ পর রিয়ালের জার্সিতে গোল পেলেন এই তারকা।

এমবাপ্পের গোল খরা কাটার দিনে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। আর তাতে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান কমেছে আরও।

আগের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনা পয়েন্ট ভাগ করায় পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ ছিল রিয়ালের সামনে। সেই সুযোগ লুফে নিতে ভুল করেনি আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে জয় তুলেছে ৩-০ ব্যবধানে।

এদিন প্রথমার্ধে গোল পেতে অবশ্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে রিয়ালকে। বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করলেও গোল পাচ্ছিল না দলটি। অবশেষে ম্যাচের ৪৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল দক্ষতার সঙ্গে জালে জড়িয়ে গোল খরা কাটান এমবাপ্পে। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল।

দ্বিতীয়ার্ধেও দাপট ছিল রিয়ালের। ম্যাচের ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। লেগানেসের কফিনে শেষ পেরেক ঠোকেন জুড বেলিংহ্যাম। ম্যাচের ৮৫ মিনিটে এই ইংলিশ তারকার গোলে ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এ জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমেছে আরও। ১৩ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৩০। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা বার্সার পয়েন্ট ৩৪।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow