এসএ গেমসে সোনা জিতে হ্যাটট্রিকের স্বাদ নিতে চান মাবিয়া

চমক দেখালেন সাউথ এশিয়ান (এসএ) গেমসে জোড়া স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় তিনটি নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন এই আনসারের ভারোত্তোলক। তিনি প্রমাণ করে দিয়েছেন, এই স্বর্ণকন্যা এখনও তার সোনালী ফর্মে আছেন। এখন তার লক্ষ্য আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত এসএ গেমসে স্বর্ণ জয়ের হ্যাটট্রিক পূর্ণ করা।

Nov 25, 2024 - 05:55
Nov 25, 2024 - 11:42
 0  7
এসএ গেমসে সোনা জিতে হ্যাটট্রিকের স্বাদ নিতে চান মাবিয়া

চমক দেখালেন সাউথ এশিয়ান (এসএ) গেমসে জোড়া স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় তিনটি নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন এই আনসারের ভারোত্তোলক। তিনি প্রমাণ করে দিয়েছেন, এই স্বর্ণকন্যা এখনও তার সোনালী ফর্মে আছেন। এখন তার লক্ষ্য আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত এসএ গেমসে স্বর্ণ জয়ের হ্যাটট্রিক পূর্ণ করা।

মাবিয়া বলেন, "গত দুটি এসএ গেমসে স্বর্ণ জিতেছি। আগামী এসএ গেমসে স্বর্ণজয়ের হ্যাটট্রিক পূর্ণ করতে চাই।"

২০১৬ সালে গুয়াহাটি এসএ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদকটি জিতেছিলেন মাবিয়া আক্তার। এরপর ২০১৯ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এসএ গেমসে তিনি ব্যাক টু ব্যাক স্বর্ণ জেতেন। শুধু এসএ গেমসেই নয়, দেশের ঘরোয়া আসরেও নিয়মিত স্বর্ণ জিতছেন তিনি।

রোববার আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলনে তিনটি নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন মাবিয়া। ৭১ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৮৫ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি তুলে তিনি নতুন জাতীয় রেকর্ড গড়েন। এছাড়া, দুটি মিলিয়ে মোট ১৯৬ কেজি তুলে আরেকটি রেকর্ড সৃষ্টি করেন মাবিয়া।

নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট মাবিয়া বলেন, "তিনটি নতুন রেকর্ড গড়তে পারায় আমি খুব খুশি। এখন আমার লক্ষ্য এসএ গেমসে আরেকটি স্বর্ণ জেতার। সেটা হলেই আমার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স হবে।"

তিনি আরও জানান, "ব্যক্তিগতভাবে আমার কোনো কোচ নেই। আমি নিজেই অনুশীলন করি এবং বেশি ভার তোলার চেষ্টা করে আজ এ পর্যন্ত এসেছি।"

এসএ গেমসের আগে বাহরাইনে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে নিজেকে পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন মাবিয়া আক্তার। ৬-১৫ ডিসেম্বর, রাজধানী মানামায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তিনি ৭১ কেজি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে, একই দিনে ৫৫ কেজি ওজন শ্রেণিতে তিনটি রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর মারজিয়া আক্তার ইকরা। তিনি স্ন্যাচে ৭৬ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৯৪ কেজি এবং মোট ১৭০ কেজি তুলে এই তিনটি রেকর্ড গড়েন। ৫৯ কেজি ওজন শ্রেণিতে দুটি নতুন রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর আরেক ভারোত্তোলক স্মৃতি আক্তার। তিনি স্ন্যাচে ৭৬ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৩ কেজি তুলে দুটি রেকর্ড গড়েন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow