রোববার (২৪ নভেম্বর) ইরানের তাসনিম নিউজে প্রকাশিত একটি সাক্ষাৎকারে ইরানের শীর্ষ নেতা আলি লারিজানি ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের প্রস্তুতির কথা জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, লারিজানি বলেন, "এটি এমন একটি বিষয় যা আমাদের সৈন্যদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ প্রদান করা উচিত। আমি জানি তারা অনেক উপায়ে পরিস্থিতি মোকাবিলার চিন্তা করছে। এই বিষয়টি ইরানের জাতীয় স্বার্থের সাথে সম্পর্কিত, তাই আমরা এ বিষয়ে সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছি।"
গত এপ্রিল মাস থেকে গাজা ও লেবাননের যুদ্ধের মধ্যে ইরান এবং ইসরাইলের মধ্যে পাল্টা হামলা চলছে। ১ অক্টোবর ইরান ইসরাইলে ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বড় ধরনের হামলা চালায়। এর পর ২৬ অক্টোবর ইসরাইল ইরানে অতর্কিত হামলা চালায়, যার ফলে তেহরানসহ কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়। ইসরাইলি বাহিনী এই হামলায় শতাধিক যুদ্ধবিমান ব্যবহার করেছিল।
ইরান ইতোমধ্যে ইসরাইলের ওই হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে এবং বর্তমানে তাদের সেই প্রস্তুতি চলছে। তবে, কী ধরনের প্রস্তুতি নিচ্ছে তা বিস্তারিতভাবে জানাননি লারিজানি।