পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতাকর্মীরা ইমরান খানের মুক্তির দাবিতে চূড়ান্ত আন্দোলনে নেমেছেন। পুলিশি দমন-পীড়ন, রাস্তা অবরোধ এবং গণগ্রেফতার সত্ত্বেও ইসলামাবাদমুখী গাড়িবহর এগিয়ে যাচ্ছে। এতে যোগ দিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। তিনি জানিয়েছেন, ইমরান খানের মুক্তি না হলে তিনি ফিরবেন না।
রোববার রাতে বুশরা বিবির গাড়িবহর অ্যাটক হয়ে হাসানাবদালে পৌঁছায়। পাঞ্জাবে প্রবেশের সময় পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে, কিন্তু বুশরা বিবি তার সমর্থকদের নিয়ে ইসলামাবাদমুখী যাত্রা চালিয়ে যাচ্ছেন। তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, "সময়সূচী ঠিক রাখুন, যাতে আমরা দ্রুত ইসলামাবাদ পৌঁছাতে পারি।"
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ইসলামাবাদ অভিমুখী শতশত গাড়ির বহর মহাসড়কে অবস্থান করছে। একই সময়ে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে, কিন্তু পিটিআই কর্মীরা এগিয়ে যেতে থাকে।
এদিকে, পিটিআই ইসলামাবাদের ডি-চকে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে, ঠিক যখন বেলারুশের প্রেসিডেন্ট ইসলামাবাদ সফর করবেন। এই পরিস্থিতির মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উদ্বেগ বেড়েছে।
ইমরান খান নিজে জেলে থাকাকালীন এই বিক্ষোভের ডাক দেন, এবং এটিকে 'চূড়ান্ত ডাক' বলে অভিহিত করেন। ইসলামাবাদ হাইকোর্ট শান্তিপূর্ণ সমাবেশ আইন লঙ্ঘন না করার নির্দেশনা দিয়েছে, আর রাজধানীর প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলো সিল করে দেওয়া হয়েছে।
পিটিআই বিক্ষোভের কারণে ইসলামাবাদসহ অন্যান্য শহরে ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে এবং রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের আশপাশের স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।