তারেক রহমান: অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে বিএনপির কোনো মতপার্থক্য নেই

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বিএনপির কোনো মতপার্থক্য নেই। তবে তিনি সতর্ক করে বলেছেন, জনগণের নিত্যপ্রয়োজন মেটাতে না পারলে সংস্কারের কোনো সুফল আসবে না।

Nov 25, 2024 - 10:07
 0  7
তারেক রহমান: অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে বিএনপির কোনো মতপার্থক্য নেই

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বিএনপির কোনো মতপার্থক্য নেই। তবে তিনি সতর্ক করে বলেছেন, জনগণের নিত্যপ্রয়োজন মেটাতে না পারলে সংস্কারের কোনো সুফল আসবে না।

সোমবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি মনে করে, সংস্কারের পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা জরুরি। জনগণের ভোট ছাড়া কোনো সরকার টিকে থাকতে পারে না।

তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাংবাদিকসহ সাধারণ মানুষের রক্ত ঝরেছে। পলাতক স্বৈরশাসকের আদেশে হাজারো মানুষের প্রাণ গেছে। বিএনপির শত শত নেতাকর্মী শহীদ হয়েছেন।

তারেক রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্রের বিরোধী শক্তি। দেশে চলমান গণতন্ত্র বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিতাড়িত অপশক্তি যেন রাজনীতিতে আর ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাঈদ খান। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির শীর্ষ নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow