ছাত্র আন্দোলনে হামলা চালানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইমন খান জীবন (২৮) গ্রেফতার হয়েছেন।

Nov 25, 2024 - 10:50
 0  0
ছাত্র আন্দোলনে হামলা চালানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইমন খান জীবন (২৮) গ্রেফতার হয়েছেন।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ১০টায় নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

এতে আরো জানানো হয়, গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ঢাবি শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাসে বের হয়। এই সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। হামলায় ককটেল বিস্ফোরণসহ দেশি-বিদেশি অস্ত্র ব্যবহার করা হয়, যার ফলে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়।

এ ঘটনায় ঢাবির শিক্ষার্থী মাহিন বাদী হয়ে ২১ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তের পর সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় এজাহারভুক্ত আসামি ইমন খান জীবনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow