লোহিত সাগরে পর্যটকবাহী জাহাজ ডুবি, ১৬ জন নিখোঁজ
লোহিত সাগরে ৪৪ যাত্রী নিয়ে একটি পর্যটকবাহী প্রমোদতরী ডুবে গেছে। মিশর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে ১৬ জন এখনও নিখোঁজ রয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন।
লোহিত সাগরে পর্যটকবাহী প্রমোদতরী ডুবে ১৬ জন নিখোঁজ, ২৮ জন উদ্ধার
লোহিত সাগরে ৪৪ যাত্রী নিয়ে একটি পর্যটকবাহী প্রমোদতরী ডুবে গেছে। মিশর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে ১৬ জন এখনও নিখোঁজ রয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন।
বিবিসি সূত্রে জানা যায়, প্রমোদতরীটির যাত্রীদের মধ্যে যুক্তরাষ্ট্রের দুইজন, যুক্তরাজ্যের চারজন, স্পেনের পাঁচজন এবং জার্মানির চারজন নাগরিক ছিলেন। এছাড়া চীন ও পোল্যান্ডের নাগরিকও ছিল। তবে এখনও নিখোঁজ যাত্রীদের মধ্যে কোন দেশের নাগরিকরা আছেন তা নিশ্চিত হয়নি। মিসরের চারজন, ব্রিটেনের দু'জন, পোল্যান্ডের দুইজন এবং ফিনল্যান্ডের একজন নাগরিক নিখোঁজ বলে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
রোববার (২৫ নভেম্বর) মিশরের মারসা আলম বন্দর থেকে পাঁচ দিনের সফরে বের হয় প্রমোদতরীটি, নাম ‘সি স্টোরি’। এতে ১৩ জন ক্রু সদস্য এবং ৩১ জন পর্যটক ছিলেন। সোমবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জাহাজটি বিপদ সংকেত পাঠায়।
মিশরের আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল, লোহিত সাগরে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে বাতাস এবং ১০ থেকে ১৩ ফুট উচ্চতার ঢেউ উঠতে পারে।
তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, কিন্তু উদ্ধার হওয়া যাত্রীরা জানান, একটি বড় ঢেউয়ের ধাক্কায় জাহাজটি উল্টে যায়।
What's Your Reaction?