চিন্ময় ব্রহ্মচারীর মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

Nov 26, 2024 - 04:13
 0  2
চিন্ময় ব্রহ্মচারীর মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

সোমবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর চাষাড়া এলাকায় এই সড়ক অবরোধ শুরু হয়, যা প্রায় দেড় ঘণ্টা স্থায়ী ছিল। বিক্ষোভের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষোভ মিছিলটি নগরীর ২নং রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে অবস্থান নেন।

বিক্ষোভকারীরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সময়ের মধ্যে তাকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। সনাতনী সংগঠনের নেতারা চিন্ময়ের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিক্ষোভে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সনাতনী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং একযোগে তার মুক্তির দাবি তোলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow