এবার পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল প্রেমিকাদের আবেগঘন চিঠি
কিশোরগঞ্জের পাগলা মসজিদে প্রতিদিন নানা ধরনের দানবাক্সে টাকা, সোনা-রুপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেক চিঠি পাওয়া যায়, যেগুলো মানুষ আল্লাহকে উদ্দেশ্য করে দানবাক্সে রেখে যান। এবার পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল প্রেমিককে উদ্দেশ্য করে লেখা একটি আবেগঘন চিঠি।
কিশোরগঞ্জের পাগলা মসজিদে প্রতিদিন নানা ধরনের দানবাক্সে টাকা, সোনা-রুপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেক চিঠি পাওয়া যায়, যেগুলো মানুষ আল্লাহকে উদ্দেশ্য করে দানবাক্সে রেখে যান। এবার পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল প্রেমিককে উদ্দেশ্য করে লেখা একটি আবেগঘন চিঠি।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টায় পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়। এরপর দিনভর গণনা কার্যক্রম চলছিল, যেখানে বেশ কিছু চিঠি পাওয়া যায়। ইতোমধ্যে এসব চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
চিঠি খুলে দেখা যায়, এক প্রেমিকা আল্লাহর কাছে প্রার্থনা করছেন, "আল্লাহ তুমি আমাকে সারাজীবনের জন্য চিকন বানিয়ে দাও দয়া করে। আমি ও পাতিবাবু সারাজীবন একসঙ্গে থাকতে চাই। আমাদের দুজনকে একসঙ্গে রাখো।" এছাড়া তিনি আরও লেখেন, "আমাদের মধ্যে যেন কোনো বিচ্ছেদ না আসে, এবং জান্নাতে আমার পাতিবাবু যেন অন্য কোনো হুর না পায়।"
চিঠিতে আরও লেখা রয়েছে, "আল্লাহ আমাদের সবাইকে বড় হজ করার ব্যবস্থা কইরা দিও। আমি আর আমার পাতিবাবু যাতে অন্তত দুইবার বড় হজ করতে পারি।" এছাড়া তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, "আমি যদি একটু সুন্দর হই, তবে কেউ না কেউ নজর দিয়ে দেয়, তাই যেন আর না হয়। আমার পাতিবাবুকে সুস্থ কইরা দিও।"
আরেকটি চিঠিতে এক যুবক তার মনের মানুষকে উদ্দেশ্য করে লিখেছেন, "প্রিয় খাদিজা আক্তার লিপি, আজ এই ঐতিহাসিক মসজিদে তোমার নামে একটি মানত পূর্ণ করলাম।" তিনি আরও লিখেছেন, "তুমি নেই, তবে তোমার দেওয়া স্মৃতি নিয়ে বাঁচব আজীবন।"
এক নারী সৌদিয়ানকে বিয়ে করার প্রার্থনা জানিয়ে আল্লাহর কাছে চিঠি লিখেছেন, "আমি একজন সৌদিয়ানকে ভালোবাসি। হে মহান আল্লাহ, তুমি তাকে আমার করে দাও, আমি যেন তাকে বিবাহ করতে পারি।"
এমন আবেগঘন চিঠি পাওয়া যাওয়ায় পাগলা মসজিদ আবারও খবরের শিরোনামে এসেছে।
What's Your Reaction?