যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটির অনুমোদনের ঘোষণা দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটির অনুমোদনের ঘোষণা দেওয়া হয়।
১০১ সদস্যের এই কমিটিতে রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনা মুর্শীদ প্রাপ্তিকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল-মামুন লিখন এবং মুখপাত্র ফাহিম আল-ফাত্তাহ। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম বিল্লাহ, বিএম আকাশ, সাদেকা শাহানী উর্মী, সাহেদ মোহাম্মদ রিজভী, হাবিব আহমেদ শান, রেজওয়ান রনি, আহমদ হাকিম, মোহাম্মদ ফরিদ হাসান ও দেবব্রত দাস।
যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জান্নাতুল ফুয়ারা অন্তরা, সাঈদ শান, সাদমান বিন কবির, সামিউল ইসলাম শিমুল, রেজওয়ান হোসেন আকাশ, মারুফ হাসান, সাগর আহমেদ হৃদয়, আসলাম উদ্দিন রবিন, জান্নাতুল ফাতেমা অনন্যা এবং এস এম দেলেনুর কবির।
সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন রুদ্র ব্যানার্জী, জুনায়েদ বিন জামান, জাহিদ হাসান, নয়ন আহমেদ, মোহাম্মদ সোয়েব আক্তার, তানভীর সংগ্রাম, মেজবাউর রহমান রামিম ও ইব্রাহিম খলিল।
এছাড়া আরও ৪৮ জন সদস্যকে অন্তর্ভুক্ত করে যশোর জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
What's Your Reaction?