ভারত যেভাবে দেখুক, বিশ্ব জানে মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের: সাখাওয়াত
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে দেখছে, সেটা তাদের ব্যাপার। তবে বিশ্ববাসী জানে, এটি শুধুমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে দেখছে, সেটা তাদের ব্যাপার। তবে বিশ্ববাসী জানে, এটি শুধুমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল।
মঙ্গলবার সকালে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের বিজয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত টুইট প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, “এটা কেবল নরেন্দ্র মোদি তার নিজের মতো করে বলেছেন। এমন মন্তব্যে মুক্তিযুদ্ধের বীর যারা এখনও বেঁচে আছেন, তাদেরও হৃদয়ে আঘাত লেগেছে।”
তিনি আরো বলেন, “মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে, আমরা তা অস্বীকার করছি না। সারাজীবন আমরা ভারতের সহযোগিতা স্মরণ রাখব। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা।”
নির্বাচনি রোডম্যাপ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, “যখন প্রধান উপদেষ্টা বলেছেন, তখন সেটি সকল উপদেষ্টার বক্তব্য হিসেবেই গণ্য করা উচিত। প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই নির্বাচন হবে।”
ভারতের প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর বিজয় দিবস নিয়ে মন্তব্য করলে বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে কিনা, এমন প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, “এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা কিছু বলতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না। তবে আমি সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে, ভারতের প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিশ্ববাসী জানে, এটি নতুন কিছু নয়। আজ ৫৩ বছর পরও ১৬ ডিসেম্বরে আমাদের অর্জিত বিজয় তাৎপর্যপূর্ণ।”
তিনি বলেন, “এটি আমাদের যুদ্ধ ছিল, আমাদের লোকজন প্রাণ হারিয়েছিল, আমাদের মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছিল, আর নয় মাস দেশ রক্তে ভাসছিল। যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা বেঁচে আছেন, তারা এসব কথায় আহত হবেন।"
সাখাওয়াত হোসেন আরো বলেন, “আমরা আমাদের যুদ্ধ শুরু করেছি, এবং আমরা আমাদের যুদ্ধ শেষ করেছি। তাতে অবশ্যই ভারতের সহযোগিতা ছিল, কিন্তু আমরা সেটা স্মরণ করি, এবং সর্বদা স্মরণ রাখব ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে। তবে যদি তারা তাদের ইতিহাসে অন্যভাবে দেখেন, সেটা তাদের ব্যাপার। আমরা আমাদের ইতিহাসে মনে করি, মুক্তিযুদ্ধ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ঘটনা।”
এদিন সকাল ১১টায় সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন।
এসময় সিলেট মেরিন একাডেমির নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটরা গ্রাজুয়েশন প্যারেডে অংশ নেন। এ বছর সিলেট একাডেমি থেকে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্ট স্বর্ণপদক পেয়েছেন মাহমুদুল আলম সায়েম।
What's Your Reaction?