সাশ্রয়ী মূল্যে তেল-ডাল-চিনি পাবে ১০ লাখ শ্রমিক

নিম্ন আয়ের মানুষদের সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করতে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ফ্যামিলি কার্ড চালু করেছে। এই কার্ডধারী ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি দেওয়া হচ্ছে। পাশাপাশি খাদ্য অধিদপ্তরের মাধ্যমে ৫ কেজি চাল বিক্রির কার্যক্রমও চলমান। এছাড়া, বিজিএমইএ’র আওতাধীন ১০ লাখ পোশাক শ্রমিককে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। 

Nov 27, 2024 - 06:23
 0  4
সাশ্রয়ী মূল্যে তেল-ডাল-চিনি পাবে ১০ লাখ শ্রমিক

নিম্ন আয়ের মানুষদের সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করতে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ফ্যামিলি কার্ড চালু করেছে। এই কার্ডধারী ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি দেওয়া হচ্ছে। পাশাপাশি খাদ্য অধিদপ্তরের মাধ্যমে ৫ কেজি চাল বিক্রির কার্যক্রমও চলমান। এছাড়া, বিজিএমইএ’র আওতাধীন ১০ লাখ পোশাক শ্রমিককে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। 

এজন্য বাণিজ্য মন্ত্রণালয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় একটি প্রস্তাব উপস্থাপন করবে। বুধবার (২৭ নভেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় অনুমোদন পেলে টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভারসহ ঢাকার আশপাশের পোশাক শ্রমিকদের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।

এই কার্যক্রমের আওতায় ১০ লাখ শ্রমিকের কাছে চিনি, ভোজ্যতেল ও মসুর ডাল বিক্রির জন্য মাসিক খরচ হবে ৩১ কোটি ৩৬ লাখ টাকা। প্রতিমাসে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে প্রায় ৫ হাজার টন চালের প্রয়োজন হবে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জানায়, বর্তমানে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবারকে ভর্তুকি মূল্যে নির্ধারিত পণ্য বিক্রি করা হচ্ছে। পাশাপাশি টিসিবির পণ্যগুলো শ্রমিকদের মাঝে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়া, সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল কেনার প্রস্তাবও উপস্থাপন করা হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow