"নড়াইলে শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা"
নড়াইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ নড়াইলের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
নড়াইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ নড়াইলের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আহসান মাহমুদ রাসেল প্রমুখ।
এছাড়া সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। বৃক্ষমেলায় ফলজ, বনজ, ওষুধি গাছসহ মোট ১২টি স্টল স্থাপন করা হয়েছে। বৃক্ষমেলা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
What's Your Reaction?