পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে নামাজরত ব্যক্তিকে কনটেইনার থেকে ফেলে দেয়ার অভিযোগ

পাকিস্তানে বিক্ষোভ চলাকালে কনটেইনারের ওপরে নামাজরত এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদে বিক্ষোভের সময় এ ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

Nov 30, 2024 - 11:43
 0  3
পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে নামাজরত ব্যক্তিকে কনটেইনার থেকে ফেলে দেয়ার অভিযোগ

পাকিস্তানে বিক্ষোভ চলাকালে কনটেইনারের ওপরে নামাজরত এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদে বিক্ষোভের সময় এ ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের দল পিটিআই দাবি করেছে, বিক্ষোভ চলাকালে ইসলামাবাদের জিন্নাহ ও আতাতুর্ক অ্যাভিনিউয়ের কোণে নিরাপত্তা বাহিনীর এ ধরনের ব্যবহার নৃশংসতার একটি জলজ্যান্ত উদাহরণ।

ঘটনার দিন, ওই ব্যক্তি একটি কনটেইনারের ওপর নামাজ আদায় করছিলেন। ঠিক তখনই, নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা ওই ব্যক্তির কাছে এসে তিনতলার সমান উচ্চতা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা গেছে, দাঙ্গা নিয়ন্ত্রণের ঢাল বহনকারী পাকিস্তানি রেঞ্জারসের (আধা সামরিক বাহিনী) এক সদস্য নামাজরত অবস্থায় থাকা ওই ব্যক্তির কাছে যান এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ওই ব্যক্তি কনটেইনারের কিনারা আঁকড়ে ধরার চেষ্টা করছিলেন, কিন্তু পরে নিচে পড়ে যান। এই ঘটনার পর বর্তমানে ওই ব্যক্তির শারীরিক অবস্থা কেমন তা জানা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow