ক্রাইস্টচার্চ টেস্ট: তৃতীয় দিন শেষে চালকের আসনে ইংলিশরা

ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রানের লিড নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। দিনের পুরোটা জুড়েই আধিপত্য বিস্তার করতে দেখা গেছে সফরকারীদের। দিনশেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৫৫ রান। ড্যারিল মিচেল ৩১ ও ন্যাথান স্মিথ ১ রানে অপরাজিত আছেন।

Nov 30, 2024 - 11:40
 0  3
ক্রাইস্টচার্চ টেস্ট: তৃতীয় দিন শেষে চালকের আসনে ইংলিশরা

ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রানের লিড নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। দিনের পুরোটা জুড়েই আধিপত্য বিস্তার করতে দেখা গেছে সফরকারীদের। দিনশেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৫৫ রান। ড্যারিল মিচেল ৩১ ও ন্যাথান স্মিথ ১ রানে অপরাজিত আছেন।

এদিন ৫ উইকেটে ৩১৯ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। ষষ্ঠ উইকেটে বেন স্টোকসের সঙ্গে জুটিটি ১৫৯ রান পর্যন্ত টেনে নিয়ে যান আগের দিন সেঞ্চুরি করা হ্যারি ব্রুক। ম্যাট হেনরির বলে আউট হয়ে ১৯৭ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১৭১ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর গাস অ্যাটকিনসন (৪৮) ও ব্রাইডন কার্সকে (৩৩*) সঙ্গে লোয়ার অর্ডারে শক্ত জুটি দাঁড় করান স্টোকস। যার ফলে বড় লিডের দেখা পায় ইংল্যান্ড।

যদিও ৫০০ ছুঁতে পারেনি সফরকারীরা, অলআউট হয়েছে এক রান আগেই। ১৪৬ বলে ৯ চারে ৮০ রানে হেনরির শিকার হন স্টোকস।

নিউজিল্যান্ডের হয়ে হয়ে হেনরি চারটি ও স্মিথ নেন তিনটি উইকেট।

১৫১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড কার্স ও ক্রিস ওকসের সামনে এলোমেলো হয়ে পড়ে। যদিও কিছুক্ষণ একপ্রান্ত আগলে রাখেন কেইন উইলিয়ামসন। ফিফটি পেরোলেও এর পরপরই থামতে হয় তাকে। তবে ৬১ রানের ইনিংসটি খেলার মাঝপথে টেস্টে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটার।

তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় চাপের মুখেই রয়েছে স্বাগতিকরা। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন ওকস ও কার্স।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow