"তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য রিভিউ শুনানি ১৯ জানুয়ারি"

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য আপিল বিভাগে রিভিউ শুনানি আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিএনপি ও জামায়াতের ১ মাস সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Dec 1, 2024 - 05:26
 0  2
"তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য রিভিউ শুনানি ১৯ জানুয়ারি"

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য আপিল বিভাগে রিভিউ শুনানি আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিএনপি ও জামায়াতের ১ মাস সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বিভাগ এই শুনানির নতুন দিন ধার্য করেন।

এর আগে সকালে বিএনপির পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন ১ মাস সময়ের আবেদন করেন, আর জামায়াতও একই বিষয়ে আদালতে আবেদন করে।

আপিল বিভাগ এ সময় বলে, এই মামলার সঙ্গে পঞ্চদশ সংশোধনীর মামলার সম্পর্ক আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। আদালত আরও জানায়, ১৯ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে এবং ওইদিন সময় চাইলেও আর দেওয়া হবে না।

এর আগে ২৩ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামি রিভিউ আবেদন দায়ের করে। জামায়াতের পক্ষে রিভিউ আবেদনটি দায়ের করেছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আগামীকাল (বৃহস্পতিবার) আপিল বিভাগের এই রিভিউ শুনানির দিন ধার্য রয়েছে।

এছাড়াও গত ১৬ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত আগস্টে সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারও একই বিষয়ে পৃথক রিভিউ আবেদন দায়ের করেন।

২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে, পরবর্তী দশম ও ১১তম নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে বলে মত দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আদালত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow