মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহীর মৃত্যু

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১টার দিকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে ঘটনাটি ঘটে।

Dec 23, 2024 - 04:23
 0  0
মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহীর মৃত্যু

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১টার দিকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার কাউসার খলিলের ছেলে মো. আহাদ (১৪), বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন (১৫), এবং আদর্শ সদর উপজেলার ভূবনঘর এলাকার মনির হোসেনের ছেলে ইমন হোসেন (১৬)।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, নিহত তিন যুবক আড়াইওড়া এলাকার কাউসার খলিলের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিয়ে রাত ১টার দিকে মোটরসাইকেলে ঘুরতে বের হন। এ সময় পালপাড়া এলাকায় পৌঁছালে তাদের দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়, ফলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

তিনি আরও বলেন, "ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে এবং লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow