যুক্তরাষ্ট্র, রাশিয়া, উত্তর কোরিয়া ও চীনে পারমাণবিক বোমা ফেললে কী হবে?

পৃথিবীর যে প্রান্তেই যুদ্ধ সেখানে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। নিজেদের মিত্রদের সমর্থন দিয়েও চীন, রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে নিয়মিত সংঘাতে জড়ায় যুক্তরাষ্ট্র। আর এই সংঘাত শুরু হলেই আলোচনায় আসে এই দেশগুলোর ভাণ্ডারে থাকা পারমাণবিক অস্ত্র।

Dec 1, 2024 - 10:07
 0  1
যুক্তরাষ্ট্র, রাশিয়া, উত্তর কোরিয়া ও চীনে পারমাণবিক বোমা ফেললে কী হবে?

পৃথিবীর যে প্রান্তেই যুদ্ধ সেখানে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। নিজেদের মিত্রদের সমর্থন দিয়েও চীন, রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে নিয়মিত সংঘাতে জড়ায় যুক্তরাষ্ট্র। আর এই সংঘাত শুরু হলেই আলোচনায় আসে এই দেশগুলোর ভাণ্ডারে থাকা পারমাণবিক অস্ত্র।

চলমান ইউক্রেন যুদ্ধেও বারবার উঠে আসছে পারমাণবিক বোমার প্রসঙ্গ। যেখানে মিত্র ইউক্রেনের হয়ে রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। যে দ্বন্দ্বে রাশিয়াকে সমর্থন দেওয়ায় উত্তর কোরিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়ানোর আভাস মিলছে। এই পরিস্থিতিতে এই যুদ্ধ যদি পরমাণু যুদ্ধে রূপ নেয় তাহলে কী হবে? যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়া, রাশিয়া কিংবা চীনে পারমাণবিক বোমা ফেলে তাহলে ঠিক কী পরিণতি হবে তা নিয়ে অনেকেরই আছে কৌতূহল।

আর এ বিষয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ‘নিউজউইক’কে একটি মানচিত্র দেখিয়েছেন পারমাণবিক প্রযুক্তির অধ্যাপক এবং ইতিহাসবিদ অ্যালেক্স ওয়েলারস্টেইন। তার তৈরি করা এই মানচিত্র ব্যবহার করে উত্তর কোরিয়া, রাশিয়া এবং চীনের রাজধানীতে পারমাণবিক বোমা হামলা চালালে কী হবে সেদিকে নজর দেওয়া হয়েছে।

তিনি তার মানচিত্রে B-83, বর্তমানে যা মার্কিন অস্ত্রাগারে থাকা সর্ববৃহৎ পারমাণবিক অস্ত্রের কথা বলেছেন। যেটি বিস্ফোরণ হলে ১.৫৯ বর্গ মাইল ব্যাসার্ধের মধ্যে থাকা সব কিছু বাষ্পে পরিণত করে দিতে পারে। এছাড়া এটি ৬৭.৭ বর্গমাইলের মধ্যে থাকা ভবনগুলোকে ধ্বংস করে দিতে পারে। এ২১১ বর্গমাইলের মধ্যে তাপীয় বিকিরণ করে সবকিছু পুড়িয়ে ফেলতে পারে। আর এই পারমাণবিক বোমার কারণে ৫৩৫ বর্গমাইল জুড়ে এর প্রভাব পড়তে পারে।

কিন্তু এই বিস্ফোরণ উত্তর কোরিয়া, রাশিয়া এবং চীনের রাজধানীতে কীভাবে প্রভাব ফেলবে?

পিয়ংইয়ং, উত্তর কোরিয়া

নিউজউইক অনুসারে, পিয়ংইয়ংয়ে এই পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে আনুমানিক ১ কোটি ৩২ লাখ ৭ হাজার ৮২০ জন মানুষ মারা যাবে। এবং ১ কোটি ১০ লাখের বেশি মানুষ আহত হবেন। আর এটি বোমা হামলার ২৪ ঘণ্টার মধ্যেই। কেননা, এটি এই বিস্ফোরণ পরিসরের মধ্যেই পড়বে।

মস্কো, রাশিয়া

মস্কোতে এই হামলা হলে ২৪ ঘণ্টা সময়ের মধ্যে, সিমুলেটেড বিস্ফোরণের হালকা (1 psi) বিস্ফোরণ পরিসরে গড়ে ১০ কোটি ২২ লাখের বেশি মানুষ রয়েছেন। যার মধ্যে ১ কোটি ৩৭ লাখের বেশি মানুষ মারা যাবেন। বাকি ৩ কোটি ৭৪ লাখ মানুষ আহত হবেন।

বেইজিং, চীন

বেইজিং-এ আনুমানিক ১ কোটি ৫৪ লাখ মানুষ মারা যাবে যদি এই পরমাণু হামলা চালানো হয়। কেননা, ২৪ ঘণ্টা সময়ের মধ্যে সিমুলেটেড বিস্ফোরণের আলো (1 psi) বিস্ফোরণ পরিসরে গড়ে ৯ কোটির বেশি মানুষ রয়েছে অঞ্চলটিতে। যার মধ্যে বোমার প্রভাবে ২ কোটি ৩৩ লাখ মানুষ আহত হবেন।

অর্থাৎ পারমাণবিক বোমার প্রভাব কতটা ভয়ঙ্কর সেটা এই পরিসংখ্যানেই স্পষ্ট। কাজেই হুমকি পাল্টা হুমকি কিংবা যতই একে অন্যকে আক্রমণ চালাক না কেন পারমাণবিক অস্ত্র হয়তো কেউই বেছে নিতে চাইবেন না। কেননা, সেটি হলে মানবসভ্যতার ভয়ঙ্কর পরিণতি হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow