আরো একটি কারখানা পেল পরিবেশবান্ধব স্বীকৃতি
দেশের আরেকটি কারখানা ‘পরিবেশবান্ধব কারখানা’ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। নতুন স্বীকৃতি পাওয়া কারখানার নাম ‘কটন ফিল্ড বিডি লিমিটেড’, যা লিডের প্লাটিনাম সনদ অর্জন করেছে।
দেশের আরেকটি কারখানা ‘পরিবেশবান্ধব কারখানা’ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। নতুন স্বীকৃতি পাওয়া কারখানার নাম ‘কটন ফিল্ড বিডি লিমিটেড’, যা লিডের প্লাটিনাম সনদ অর্জন করেছে।
বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা যায়।
এখন বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৩০টি। এর মধ্যে ৯১টি প্লাটিনাম, ১২৪টি গোল্ড, ১০টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড কারখানা রয়েছে। বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ৬২টি বাংলাদেশে অবস্থিত।
২০২৪ সালে মোট ২৪টি কারখানা পরিবেশবান্ধব স্বীকৃতি পেয়েছে। ২০২৩ সালে সনদ পেয়েছিল ২৪টি এবং ২০২২ সালে ৩০টি কারখানা। ২০১১ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ২টি কারখানা লিডের স্বীকৃতি অর্জন করে।
কটন ফিল্ড বিডি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে এই পরিবেশবান্ধব সনদ পেয়েছে। সনদ পাওয়ার জন্য কিছু শর্ত পালন করতে হয়। মোট ১০০ নম্বরের মধ্যে ৮০ এর বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ পেলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।
বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ প্রদান করে। এর মধ্যে অন্যতম হচ্ছে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি), যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ‘লিড’ নামের সনদ প্রদান করে। লিডের পূর্ণাঙ্গ রূপ হলো ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’। এই সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে মান রক্ষা করতে হয়, যা স্থাপনা নির্মাণ থেকে শুরু করে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে প্রযোজ্য।
What's Your Reaction?