ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। গুরুতর আহত আরও দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Nov 21, 2024 - 04:16
 0  0
ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। গুরুতর আহত আরও দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আমিনপুর এলাকার নয়াবাড়ি গ্রামের মো. শহিদুলের ছেলে মোটরসাইকেল আরোহী মো. পরশ (১৫) এবং সিন্দুরিয়া গ্রামের মন্টুর ছেলে ইজিবাইক চালক পুষ্প (৩৫)। পরশ পাবনা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ইজিবাইকটি কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে এবং মোটরসাইকেলটি কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে যান দুটি  ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে পরশ ও পুষ্প মারা যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow