ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান ইইউ পররাষ্ট্র প্রধানের
গাজা ও লেবাননে ইসরাইলি আগ্রাসন থামাতে দেশটিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল। যুদ্ধাপরাধের দায়ে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি।
গাজা ও লেবাননে ইসরাইলি আগ্রাসন থামাতে দেশটিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল। যুদ্ধাপরাধের দায়ে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি।
ইসরাইলের প্রতি ইইউ ব্লকের দৃষ্টিভঙ্গিরও কঠোর সমালোচনা করেছেন এই শীর্ষ ইউরোপীয় কূটনীতিক। তার মতে, ইইউ এখনও পর্যন্ত ইসরাইলি শাসনকে অর্থবহ পরিণতি ভোগ করা থেকে রক্ষা করেছে।
গাজা এবং লেবাননে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরাইল। এ কারণে ইসরাইলের ওপর আমদানি নিষেধাজ্ঞা ও দেশটির সরকারের সাথে রাজনৈতিক সংলাপ স্থগিত করা উচিত। এমন প্রস্তাব দিয়েছেন তিনি। তার মতে, ব্লকের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান সেই সঙ্গে বলেছেন, স্বাস্থ্যসেবা কর্মীদের উপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। সংঘাতপূর্ণ অঞ্চলে চিকিৎসা কর্মীদের সুরক্ষা অ-আলোচনাযোগ্য। সেই সঙ্গে বোরেল, ইইউ বালবেকের কাছে ইসরাইলি হামলায় ১২ প্যারামেডিকদের হত্যার তীব্র নিন্দা করেন।
তার এমন প্রতিবাদের পর ইইউ-এর পররাষ্ট্র বিষয়ক কাউন্সিল আগামী সপ্তাহে বোরেলের প্রস্তাব নিয়ে আলোচনা করবে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ২০২৩ সালের পর গাজায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৭৩০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি দখলদার বাহিনী। যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও দেশটিতে আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। এর বাইরেও বহু মানুষ নিখোঁজ ও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।
What's Your Reaction?