খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা, গরু লুট

ফেনীতে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোররাতে শহরতলীর পশ্চিম সিলোনিয়া কালিপাল এলাকায় মো. ইয়াছিন সোহাগ নামে এক খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা করে তিনটি গরু লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল।

Nov 21, 2024 - 09:16
 0  4
খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা, গরু লুট

ফেনীতে খামার কর্মচারীকে হত্যা, তিনটি গরু লুট

ফেনীতে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোররাতে শহরতলীর পশ্চিম সিলোনিয়া কালিপাল এলাকায় মো. ইয়াছিন সোহাগ নামে এক খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা করে তিনটি গরু লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল।

নিহত সোহাগ ময়মনসিংহের গৌরিপুর সাতুতী বড়বাড়ির আবদুস সামাদের ছেলে। তিনি গত ১৫ বছর ধরে ফেনী শহরতলীর কালিপালের ভূঞা ডেইরি ফার্মে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৩টার দিকে মুখোশধারী ডাকাতরা ভূঞা ডেইরি ফার্মে ঢুকে অস্ত্রের মুখে তিনটি গরু লুট করে। খামারের কর্মচারী সোহাগ পালিয়ে পার্শ্ববর্তী ঘরের সামনে গেলে ডাকাত দলের দুই সদস্য তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাকাতরা একটি ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ডাকাতি করা তিনটি গরুর আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা। এদিকে, বুধবার রাতেও দাগনভুঞায় দশটি গরু চুরির ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার হাবিবুর রহমান জানিয়েছেন, এ ঘটনার আইনি বিষয় খতিয়ে দেখে এটি চুরি না ডাকাতির মামলা হবে, তা নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow