জনপ্রিয় গায়ক লিয়াম পেইন মারা গেছেন

বিখ্যাত ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশন’–এর সাবেক সদস্য ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন মারা গেছেন। আর্জেন্টিনার বুয়েনস আইরেসের একটি হোটেলের বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে।

Oct 17, 2024 - 05:48
 0  25
জনপ্রিয় গায়ক লিয়াম পেইন মারা গেছেন

বিখ্যাত ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশন’–এর সাবেক সদস্য ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন মারা গেছেন। আর্জেন্টিনার বুয়েনস আইরেসের একটি হোটেলের বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, ৩১ বছর বয়সী লিয়াম তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যাওয়ার পর মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস একটি হোটেলের তৃতীয় তলা থেকে পড়ে গিয়ে মারা যান এই গায়ক। এদিকে তিনি আত্মহত্যা করেছেন নাকি দুর্ঘটনাবশত পড়ে গেছেন তা এখনও নিশ্চিত করতে পারেনি স্থানীয় পুলিশ। পেইনের এমন হৃদয়বিদারক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় তার ভক্ত-সমর্থকরা রাজধানীর ওই হোটেলে জড়ো হয়েছে,চলছে শোকের মাতম।

জানা গেছে, গত ২ অক্টোবর আর্জেন্টিনায় একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন গায়ক। এরপর দেশটিতেই অবস্থান করছিলেন তিনি।

উল্লেখ্য, মাত্র ১৬ বছর বয়সেই ওয়ান ডিরেকশনের অংশ হন পেইন। একাধিক অ্যালবামে হ্যারি স্টাইল, জেইন মালিকের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। ২০১৬ সালে তাদের ব্যান্ড ভেঙে গেলে এরপর একক পারফর্ম নিয়েই ব্যস্ত থাকতেন এই গায়ক। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow