জাতীয় নির্বাচন কবে জানালেন ড. ইউনূস

জাতীয় সংসদ নির্বাচন কখন হবে, তা নির্ভর করছে প্রয়োজনীয় সংস্কারের অগ্রগতির ওপর। স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করেই নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Nov 14, 2024 - 04:14
 0  0
জাতীয় নির্বাচন কবে জানালেন ড. ইউনূস

জাতীয় সংসদ নির্বাচন কখন হবে, তা নির্ভর করছে প্রয়োজনীয় সংস্কারের অগ্রগতির ওপর। স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করেই নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নির্বাচন ও সংস্কার

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ২৯ সম্মেলনের ফাঁকে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছি দেশকে ভোটের জন্য প্রস্তুত করতে। এই প্রস্তুতি সম্পন্ন হলেই নির্বাচন আয়োজন করা হবে।”

তিনি আরও বলেন, “সংস্কারের কাজে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকার, সংসদ ও নির্বাচনবিধি কেমন হবে, তা দ্রুত চূড়ান্ত করতে হবে। যত দ্রুত সংস্কার শেষ হবে, তত দ্রুত নির্বাচনের আয়োজন সম্ভব হবে।”

অন্তর্বর্তী সরকারের মেয়াদ

ড. ইউনূস মনে করেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত ছোট হবে, ততই ভালো। তিনি বলেন, “আমরা দ্রুততম সময়ে দায়িত্ব শেষ করে নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে সুযোগ দিতে চাই।”

জলবায়ু সংকট ও অর্থনৈতিক কাঠামো

বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে কপ২৯ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে ড. ইউনূস জলবায়ু সংকট মোকাবিলায় একটি নতুন অর্থনৈতিক কাঠামো তৈরির আহ্বান জানান। এই বৈঠকে নেপাল, মালাউই, গাম্বিয়া, লাইবেরিয়া এবং বাংলাদেশের নেতারা অংশগ্রহণ করেন।

ড. ইউনূস বলেন, “আমাদের এমন একটি অর্থনৈতিক কাঠামো দরকার যা পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর হবে। বর্তমান ব্যবস্থায় ভোগবাদের উপর নির্ভরশীলতা বর্জ্য বাড়াচ্ছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত শূন্য বর্জ্যের বিশ্ব গড়া।”

ভবিষ্যতের পরিকল্পনা

তিনি বলেন, “বিশ্বের চাহিদা অনুযায়ী দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। প্রতি বছর শুধু আলোচনার জন্য সম্মেলন করার পরিবর্তে, আমাদের কার্যকর সমাধান নিয়ে এগিয়ে যেতে হবে। বারবার আলোচনা সময়ের অপচয়।”

ড. ইউনূস তরুণদের জন্য একটি টেকসই অর্থনৈতিক ব্যবস্থা তৈরির লক্ষ্যে জাতিসংঘের ‘সামিট ফর দ্য ফিউচার’-এর প্রতি সমর্থন জানান এবং একটি নতুন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো তৈরির আহ্বান পুনর্ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow