জীবনযাত্রা সহজ করতে কাজ করার অঙ্গীকার নতুন বাণিজ্য উপদেষ্টার

দেশের জনগণের জীবনযাত্রা সহজ করতে কাজ করার অঙ্গীকার করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। আজ সোমবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

Nov 11, 2024 - 07:55
 0  3
জীবনযাত্রা সহজ করতে কাজ করার অঙ্গীকার নতুন বাণিজ্য উপদেষ্টার

দেশের জনগণের জীবনযাত্রা সহজ করতে কাজ করার অঙ্গীকার করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। আজ সোমবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। আজ ছিল উপদেষ্টা হিসেবে তাঁর প্রথম কার্যদিবস।

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেন, মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে এবং শ্রমিকরা জীবনমানের সঙ্গে আপস করতে বাধ্য হচ্ছেন।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের কাছ থেকে ম্যাজিক প্রত্যাশা করছি না। আমরা একসঙ্গে কাজ করব। আমাকে আপনারা সহযোগী হিসেবে পাবেন এবং আমার সাধ্যমতো কাজগুলো আরও কার্যকর করতে চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘যদি আমরা ব্যবসা-বাণিজ্য বাড়াতে এবং দক্ষতার সর্বোচ্চ প্রয়োগ করতে পারি, তবে ভালো ফলাফল অর্জন করা সম্ভব। আমি কর্মকর্তাদের কাছ থেকে অতিরিক্ত পরিশ্রম প্রত্যাশা করছি।’ পাশাপাশি তিনি নিজেও কর্মকর্তাদের সঙ্গে পরিশ্রম করবেন বলে আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন এবং চার অতিরিক্ত সচিব কাজী মোজাম্মেল হক, মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, মো. আবদুর রহিম খান ও নাজনীন কাওসার চৌধুরী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow