ফতুল্লায় ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যু, দুই কিশোর গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদরে ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. তামিম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Nov 11, 2024 - 07:53
 0  3
ফতুল্লায় ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যু, দুই কিশোর গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদরে ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. তামিম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

তামিম নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লালপুর পৌষা পুকুরপাড় এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে লালপুর পৌষা পুকুরপাড় এলাকায় সিনিয়র-জুনিয়র সম্পর্ক নিয়ে তামিমের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায় ওই দুই কিশোর। এক পর্যায়ে তারা তামিমের পেটে ও বুকে ছুরিকাঘাত করে। তাঁকে উদ্ধার করে প্রথমে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

তামিম আহত হওয়ার পর হত্যাচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা করেন তাঁর চাচা মো. শাহালম। মামলায় চারজনের নাম উল্লেখসহ আরও পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow