ধর্ষণের অভিযোগে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে গ্রেফতার

নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে (২৭) ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) মার্কিন গণমাধ্যম সিএনএন এই তথ্য প্রকাশ করে।

Nov 20, 2024 - 05:42
 0  1
ধর্ষণের অভিযোগে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে গ্রেফতার

নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে (২৭) ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) মার্কিন গণমাধ্যম সিএনএন এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, যুবরাজ হাকন ও মেট-মারিট ২০০১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র ছেলে মারিয়াস বোর্গ হোইবি। স্থানীয় সময় সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তার আইনজীবী অয়ভিন্ড ব্রাটরিয়েন নরওয়ের সরকারি গণমাধ্যম এনআরকে-কে জানান, বোর্গ হোইবি ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।

নরওয়ের পুলিশ জানিয়েছে, মারিয়াস বোর্গ হোইবিকে ফৌজদারি আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি এমন এক ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন, যিনি অচেতন ছিলেন বা কোনো কারণে নিজেকে রক্ষা করতে সক্ষম ছিলেন না।

পুলিশ আরও জানায়, তিনি এমন ধরনের যৌন আচরণ করেছেন, যেখানে ভুক্তভোগী নারীর সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল না। ওই তরুণী অভিযোগ করেন, তিনি নিজেকে রক্ষা করার মতো পরিস্থিতিতে ছিলেন না।

২০ বছর বয়সী ভুক্তভোগী তরুণীর আইনজীবী হেগে সোলোমন সিএনএনকে জানান, মারিয়াস বোর্গ হোইবির সঙ্গে তার পূর্বে কখনো সাক্ষাৎ হয়নি। ঘটনার দিনই তাদের প্রথম দেখা হয়। এর আগে তাদের পরিচয় ছিল না।

4o mini

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow