কর্মী সংকট, দক্ষ কর্মীদের ভিসা বাড়াচ্ছে জার্মানি

দীর্ঘদিন ধরে চলমান জনবলসংকট কাটাতে দক্ষ কর্মী ভিসার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। চলতি ২০২৪ সাল শেষ হওয়ার আগেই অতিরিক্ত দুই লাখ দক্ষ কর্মীকে ভিসা দেওয়ার পরিকল্পনা করেছে দেশটি।

Nov 20, 2024 - 05:47
 0  8
কর্মী সংকট, দক্ষ কর্মীদের ভিসা বাড়াচ্ছে জার্মানি

দীর্ঘদিন ধরে চলমান জনবলসংকট কাটাতে দক্ষ কর্মী ভিসার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। চলতি ২০২৪ সাল শেষ হওয়ার আগেই অতিরিক্ত দুই লাখ দক্ষ কর্মীকে ভিসা দেওয়ার পরিকল্পনা করেছে দেশটি। এর পাশাপাশি শিক্ষার্থী ভিসার সংখ্যাও বাড়ানোর কথা জানিয়েছে জার্মানির সরকার।

২০২৩ সালে যতগুলো দক্ষ কর্মী ভিসা ইস্যু করা হয়েছিল, ২০২৪ সালে তার পরিমাণ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার রোববার এক ঘোষণায় বলেন, "দীর্ঘদিন ধরে আমরা দক্ষ কর্মী সংকটে ভুগছি। এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই চেষ্টা হিসেবে ভিসা বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow