পটুয়াখালীতে দুটি বিষধর পদ্ম গোখরা উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় এনিমেল লাভারস অব পটুয়াখালী কলাপাড়া শাখার সদস্যরা একটি সাপুড়ের কাছ থেকে ২টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছেন।

Nov 19, 2024 - 11:26
 0  3
পটুয়াখালীতে দুটি বিষধর পদ্ম গোখরা উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ২টি পদ্ম গোখরা সাপ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় এনিমেল লাভারস অব পটুয়াখালী কলাপাড়া শাখার সদস্যরা একটি সাপুড়ের কাছ থেকে ২টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছেন।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়ার বানাতী বাজার এলাকা থেকে সাপ দুটি উদ্ধার করা হয়।

এনিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য ইউসুফ রনি জানান, বানাতী বাজারে একদল সাপুড়ে স্থানীয়দের মাঝে কুসংস্কার ও ভুল তথ্য ছড়িয়ে তাবিজ-কবজ বিক্রি করছিলেন, এমন খবর পেয়ে সংগঠনের সদস্যরা উদ্ধার অভিযান চালান। সাপ দুটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। সাপুড়ের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পর, তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয় যাতে তিনি আর সাপ ধরবেন না।

এ বিষয়ে এনিমেল লাভার্স অব পটুয়াখালী শাখার সদস্য বায়েজিদ মুন্সী বলেন, "পদ্ম গোখরা সাপের ফণার পেছনে গোল দাগ থাকে, যা একচোখা চশমার মতো দেখায়, এবং এটি অত্যন্ত বিষধর।" তিনি আরও বলেন, "বর্তমানে কলাপাড়ায় সাপুড়েরা সাপ নিয়ে কুসংস্কার ছড়াতে কমেছে, এবং মানুষ এখন অনেক সচেতন হয়েছে। সাপ বা অন্য বন্যপ্রাণী আটকালে তারা আমাদের জানায়, আমরা সেগুলো উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করি।"

প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ নভেম্বর) সাপ দুটি প্রকৃতিতে মুক্তি দেয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow