পরীক্ষায় ফেল করায় কলেজে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত ৮
পরীক্ষায় ফেল করে কলেজে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে সাবেক এক ছাত্র। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের।
পরীক্ষায় ফেল করে কলেজে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে সাবেক এক ছাত্র। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের।
শনিবার (১৬ নভেম্বর) চীনের জিয়াংসু প্রদেশে এমন ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সন্ধ্যায় ইক্সিং শহরের একটি কারিগরি কলেজে চালানো হয় ওই হামলা। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।
দেশটিতে ছুরি নিয়ে সহিংস হামলার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এক সঙ্গে এতজনের মৃত্যুর ঘটনা বিরল।
ঘটনাস্থল থেকেই ২১ বছর বয়সী সন্দেহভাজনকে আটক করা হয়। প্রাথমিকভাবে হামলার দায়ও স্বীকার করেছেন তিনি।
জানা গেছে, চলতি বছর স্নাতক পাস করার কথা থাকলেও পরীক্ষায় অকৃতকার্য হন ওই তরুণ। সেই ক্ষোভ থেকেই এমন ঘটনা বলে ধারণা পুলিশের।
উল্লেখ্য, গত সপ্তাহেই চীনে এক ব্যক্তির বেপরোয়া গাড়ির চাপায় ৩৫ জন নিহত হয়। দেশটিতে হামলায় হতাহতের ঘটনা বেশ বিরল। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়াও অনেক কঠিন সেখানে।
What's Your Reaction?