লখনৌতে বস্তির শিশুদের ভাইরাল ফ্যাশন শো মুগ্ধ করেছে গোটা ভারতকে

ফেলনা কাপড় দিয়ে তৈরি পোশাক পরে ‘ফ্যাশন শো’! শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এমন একটি অনবদ্য আয়োজন ঘটেছে ভারতের লখনৌতে। সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীরা পুরনো কাপড় দিয়ে তৈরি করেছে বিয়ের পোশাক, আর এরপরই বস্তির মাঝখানে অনুষ্ঠিত হয় এক বিশেষ ফ্যাশন শো। জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখার্জীর ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে, এই কিশোর-কিশোরীরা তাদের সৃজনশীলতা এবং প্রতিভা দিয়ে প্রশংসা কুড়িয়েছে বিশ্বব্যাপী। শনিবার (২৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

Nov 24, 2024 - 04:32
 0  4
লখনৌতে বস্তির শিশুদের ভাইরাল ফ্যাশন শো মুগ্ধ করেছে গোটা ভারতকে

ফেলনা কাপড় দিয়ে তৈরি পোশাক পরে ‘ফ্যাশন শো’! শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এমন একটি অনবদ্য আয়োজন ঘটেছে ভারতের লখনৌতে। সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীরা পুরনো কাপড় দিয়ে তৈরি করেছে বিয়ের পোশাক, আর এরপরই বস্তির মাঝখানে অনুষ্ঠিত হয় এক বিশেষ ফ্যাশন শো। জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখার্জীর ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে, এই কিশোর-কিশোরীরা তাদের সৃজনশীলতা এবং প্রতিভা দিয়ে প্রশংসা কুড়িয়েছে বিশ্বব্যাপী। শনিবার (২৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের লখনৌয়ের একটি বস্তিতে সম্প্রতি এই অভিনব আয়োজনটি করা হয়। বস্তির সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীরা মানুষের ফেলে দেওয়া এবং দান করা পুরনো কাপড় দিয়ে তৈরি করেছে এসব বিয়ের পোশাক। শ্যাওলা ধরা দেয়ালের পেছনে, উঠানে এবং পুরনো সিঁড়ির উপরে তৈরি করা র‍্যাম্পে হাঁটতে গিয়ে তারা হয়ে ওঠে একেবারে ব্রাইডাল মডেল।

এদের মধ্যে একজন ১৫ বছরের বালক পুরো ভিডিওটি এডিট করেছে। সেই ভিডিওটি যখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। কিশোর-কিশোরীদের এই অনন্য কল্পনা ও প্রতিভার প্রশংসা করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি, এবং ভিডিওটি নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জী।

ভিডিওটি প্রথমে প্রকাশিত হয় ‘ইনোভেশন ফর চেঞ্জ’ নামক একটি এনজিওর পেইজে। বর্তমানে, এই সংস্থাটি লখনৌর প্রায় ৪০০ শিশু-কিশোরকে খাদ্য, শিক্ষা এবং চিকিৎসা সেবা প্রদান করছে। এছাড়া, তাদের স্বাবলম্বী করতে নানা ধরনের প্রযুক্তিগত প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow