পাকিস্তানের সিরিজ জয়ের পর পিটারসেন, ‘এ কারণেই হাউকাউ বন্ধ করতে হবে’
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে পাকিস্তান ধবলধোলাই হওয়ার পর দেশটির ক্রিকেট মহলে যেন “জাত গেল, জাত গেল” বলে শোরগোল শুরু হয়েছিল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর সেই শোরগোল আরও তীব্র হয়ে ওঠে। তবে পরের দুই টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় পাওয়ার পর পাকিস্তান দল কিছুটা স্বস্তি ফিরে পায়। শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ানরা তখন প্রশংসার পাত্র হন।
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে পাকিস্তান ধবলধোলাই হওয়ার পর দেশটির ক্রিকেট মহলে যেন “জাত গেল, জাত গেল” বলে শোরগোল শুরু হয়েছিল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর সেই শোরগোল আরও তীব্র হয়ে ওঠে। তবে পরের দুই টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় পাওয়ার পর পাকিস্তান দল কিছুটা স্বস্তি ফিরে পায়। শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ানরা তখন প্রশংসার পাত্র হন।
এবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারানোর পর রিজওয়ান, হারিস রউফদের নিয়ে যেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা উচ্ছ্বসিত। বিশেষ করে সাবেক ক্রিকেটাররা এই তরুণদের প্রশংসায় পঞ্চমুখ। তবে এই প্রশংসার বন্যার মধ্যেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন পাকিস্তানের ক্রিকেট মহলকে একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিয়েছেন—“নেতিবাচক হইচই না করে, প্রতিভাবান এই খেলোয়াড়দের ভালো কিছু করার সুযোগ দিন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর পাকিস্তানের খেলোয়াড়দের আনন্দ l
পার্থে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর এক্সে পিটারসেন লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় জিতেছে পাকিস্তান। এ কারণেই তাদের সমস্ত নেতিবাচক হাউকাউ বন্ধ করতে হবে এবং প্রতিভাবান (খেলোয়াড়দের) তাদের স্কিল দেখানোর সুযোগ করে দিতে হবে।’ পিটারসেন এরপর ক্রিকেট নিয়ে রাজনীতি করাদের আরেকটা খোঁচা দিলেন এভাবে, ‘রাজনীতি পাশে সরিয়ে রাখুন এবং ক্রিকেটকে কথা বলতে দিন।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম রিজওয়ানদের প্রশংসা করে এক্সে লিখেছেন, ‘অভিনন্দন টিম পাকিস্তান...ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো বড় এক অর্জন। এই দেখে এবং এই সিরিজে ধারাভাষ্য দিতে পেরে আমি গর্ব অনুভব করছি।’ আকরাম এরপর যোগ করেন, ‘এই জয় খেলোয়াড়দের, নতুন অধিনায়ক রিজওয়ান, ক্রিকেট বোর্ড এবং সমর্থকদের অনেক আত্মবিশ্বাস দেবে। এটা পাকিস্তানের ক্রিকেটের ভাবমূর্তি অনেকটাই বাড়াবে।’
এমনিতে পাকিস্তান ক্রিকেটের কঠোর সমালোচন দেশটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। কিন্তু এই জয়ে আন্দোলিত পাকিস্তানের সাবেক এই অধিনায়কও, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের জন্য টিম পাকিস্তানকে অভিনন্দন। দারুণ করেছ ছেলেরা। তোমাদের নিয়ে গর্বিত।’
What's Your Reaction?