১ দশমিক ২৫ মিলিয়ন ডলারে বিক্রি হচ্ছে ‘দ্য লিটল প্রিন্স’
বিশ্বের সবচেয়ে বেশি অনূদিত বইগুলোর একটি হলো দ্য লিটল প্রিন্স। এবার এই বইটির একটি বিশেষ কপি ১ দশমিক ২৫ মিলিয়ন ডলারে বিক্রি হতে যাচ্ছে।
বিশ্বের সবচেয়ে বেশি অনূদিত বইগুলোর একটি হলো দ্য লিটল প্রিন্স। এবার এই বইটির একটি বিশেষ কপি ১ দশমিক ২৫ মিলিয়ন ডলারে বিক্রি হতে যাচ্ছে।
এই কপিটি স্বয়ং লেখক আতোয়ান দ্য সাঁত এক্সুপেরির হাতে টাইপ করা এবং এতে তার নিজস্ব লেখা নোট ও স্কেচ রয়েছে। বইটি নভেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আর্ট ফেস্টিভ্যালে নিলামে উঠবে।
সূত্র: বিবিসি
What's Your Reaction?