প্রত্যেক আসামির উচিত বিচারের মুখোমুখি হওয়া, উনি হয়তো তা–ই করবেন: শেখ হাসিনাকে নিয়ে অ্যাটর্নি জেনারেল
প্রত্যেক আসামির উচিত আদালতের সামনে এসে বিচারের মুখোমুখি হওয়া আর সাবেক প্রধানমন্ত্রী হয়তো সেটাই করবেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ রোববার নিজ কার্যালয়ে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
প্রত্যেক আসামির উচিত আদালতের সামনে এসে বিচারের মুখোমুখি হওয়া আর সাবেক প্রধানমন্ত্রী হয়তো সেটাই করবেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ রোববার নিজ কার্যালয়ে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৭ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আনার প্রক্রিয়া কী হবে—এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, একটা গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আইন দিয়ে গঠিত ট্রাইব্যুনাল। সেই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে শেখ হাসিনা কোথায় আছেন, সেটি যদি প্রসিকিউশন টিম জানে, তাহলে প্রত্যর্পণ চুক্তির আওতায় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা কার্যকর করার চেষ্টা করা হতে পারে। এটা একটা অপশন।
দ্বিতীয় অপশন ইন্টারপোলের সহায়তা নেওয়া যেতে পারে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ইন্টারপোল তখন যে দেশে আছেন, ওই দেশের আইনে ইন্টারপোল কাভার করতে পারে কি না, তাদের এখতিয়ার কাভার হবে কি না—এগুলো বিচার–বিবেচনা করে ইন্টারপোল সিদ্ধান্ত নেবে। এটা হলো রাষ্ট্রীয়ভাবে। সাবেক প্রধানমন্ত্রীর কথা বলেছেন, ওনার নিজের বক্তব্য পর্যালোচনা করে দেখবেন, ওনারা বলেছেন সাহস থাকলে বাংলাদেশে এসে আদালতের সামনে দাঁড়িয়ে বিচারের মুখোমুখি হন। আশা করি, উনি এটি বিশ্বাস করেন। এটা ওনার জন্য ভালো হবে। উনি যে দর্শনে বিশ্বাস করেন যে প্রত্যেক আসামিরই উচিত আদালতের সামনে এসে বিচারের মুখোমুখি হওয়া। উনি হয়তো সেটিই করবেন।’
What's Your Reaction?