প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক: সানা খান

বলিউড অভিনেত্রী সানা খান বিয়ের আগেই রুপালি পর্দা থেকে বিদায় নিয়েছেন। ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাঈদকে বিয়ে করেন তিনি এবং সংসার জীবনে পা রাখেন। পরবর্তীতে গত বছরের জুলাইয়ে পুত্রসন্তানের মা হন। এবার নতুন সুখবর দিয়ে আবারও নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছেন সানা।

Nov 23, 2024 - 05:23
 0  2
প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক: সানা খান

বলিউড অভিনেত্রী সানা খান বিয়ের আগেই রুপালি পর্দা থেকে বিদায় নিয়েছেন। ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাঈদকে বিয়ে করেন তিনি এবং সংসার জীবনে পা রাখেন। পরবর্তীতে গত বছরের জুলাইয়ে পুত্রসন্তানের মা হন। এবার নতুন সুখবর দিয়ে আবারও নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছেন সানা।

প্রথম সন্তানের জন্মের দেড় বছর না পেরুতেই সানা খান আবারও মা হতে চলেছেন। শুক্রবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ খবর জানিয়েছেন।

তিনি লিখেছেন, "এ ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দোয়া করুন যাতে শুধু সংখ্যায় নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন।"

সম্প্রতি রুবিনা দিলাইকের পডকাস্ট ‘কিসিন বাতায়া নেহি’ এর সর্বশেষ এপিসোডে হাজির হয়ে সানা খান বলেন, "প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক। যখন দেখি যে পুরুষরা তাদের স্ত্রীর আঁটসাঁট বা ছোট পোশাক পরতে দেয়, তখন আমি অবাক হই। বুঝতে পারি না সমস্যাটা কোথায়! অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে 'হট' বলেন, সেটি কি আপনার ভালো লাগে?"

উল্লেখ্য, সানা খান 'বিগ বস-৬' এবং সালমান খানের ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow