বছর শেষে নতুন প্রেমের খবর প্রকাশ করলেন মধুমিতা

তিক্ত দাম্পত্য জীবনের কারণে একসময় সম্পর্কের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এমনকি, এক সময় তাকে বলতে শোনা গিয়েছিল, "পুরুষকে আমি ঘেন্না করি।" তবে ২০২৪ সালটি অভিনেত্রীর জন্য এক নতুন অধ্যায় নিয়ে এসেছে।

Dec 18, 2024 - 09:09
 0  1
বছর শেষে নতুন প্রেমের খবর প্রকাশ করলেন মধুমিতা

তিক্ত দাম্পত্য জীবনের কারণে একসময় সম্পর্কের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এমনকি, এক সময় তাকে বলতে শোনা গিয়েছিল, "পুরুষকে আমি ঘেন্না করি।" তবে ২০২৪ সালটি অভিনেত্রীর জন্য এক নতুন অধ্যায় নিয়ে এসেছে। নতুন বছরে মধুমিতার জীবন বদলে গেছে—পেয়েছেন তার মনের মানুষ। ২০২৫ সালে এসে তিনি কি সত্যিই জীবনের নতুন পথে পা রাখবেন? এ বিষয়ে মধুমিতা নিজেই প্রকাশ করেছেন তার পরিকল্পনা।

২০১৮ সালে অভিনেত্রী মধুমিতা বিয়ে করেছিলেন সৌরভ চক্রবর্তীর সঙ্গে। তবে ৫ বছরের দাম্পত্যের পর তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। প্রায় পাঁচ বছর পর, ২০২৪ সালে মধুমিতা নতুন করে প্রেমে পড়েছেন তার ছেলেবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে। তাদের সম্পর্ক এখন বেশ গভীর এবং সবার সামনে প্রকাশ্য। 

২০২৪ সালের শেষ দিকে এসে মধুমিতা তার অনুভূতি এবং স্মৃতিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আবেগপ্রবণ হয়ে তিনি লিখেছেন, "২০২৪ সালে যা যা করেছি, সেগুলো একবার ফিরে দেখতেই পারি। এই বছরটা ছিল আশীর্বাদে পরিপূর্ণ।" 

তিনি আরও লিখেছেন, "এই বছরটা আমাকে শিখিয়েছে—কীভাবে ছোট ছোট জিনিসে খুশি থাকতে হয় এবং জীবনের ওপর আশা-ভরসা রাখতে হয়। শিখিয়েছি, যদি বিশ্বাস অটুট থাকে, যদি তুমি ধৈর্য ধরে অপেক্ষা কর, তাহলেই সঠিক ফল পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা—যখন তুমি সেই ফলের অপেক্ষাও করবে না।"

এছাড়া, মধুমিতা জানান, এই বছর দুর্গাপূজার সময় দেবমাল্যের সঙ্গে তার সম্পর্কের ওপর সিলমোহর দিয়েছেন। এরপর নিজের জন্মদিনে প্রেমিকের হাত ধরে দক্ষিণ ভারতে ঘুরতে গিয়েছিলেন তিনি। আর এখন আর কোনো রাখঢাক নেই, খুল্লমখুল্লাই প্রেমের কথা স্বীকার করেছেন মধুমিতা।

সম্প্রতি একটি টিভি শো "দিদি নম্বর ১"-এর মঞ্চেও মধুমিতা তার প্রেমের বিষয়ে কথা বলেছেন। তিনি জানান, দেবমাল্য তার ছোটবেলার বন্ধু, তবে অনেক বছর তারা একে অপরের সঙ্গে যোগাযোগে ছিলেন না। ফের দেখা হওয়ার পর তিনি অনুভব করেন, দেবমাল্যই তার সোলমেট। 

বিয়ে কবে?—এমন প্রশ্নের উত্তরে মধুমিতা বলেন, "এখনই এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তবে ২০২৫ সালে নতুন জীবনের পথে পা রাখতে পারি।" 

অন্যদিকে, মধুমিতা তার পূর্ববর্তী বিয়ে সম্পর্কে বলেন, "সৌরভকে বিয়ে করা ছিল অল্প বয়সের ভুল। এবার আমি ভেবেচিন্তে, মনের মানুষকে বেছে নিয়েছি।" দেবমাল্য পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং আইটি সেক্টরে কাজ করেন। মধুমিতার মতো তিনিও ভ্রমণ করতে বেশ পছন্দ করেন। এখন আর গাইডকে ছবি তোলার জন্য অনুরোধ করতে হয় না, কারণ দেবমাল্যই মধুমিতার ছবি তুলে দেন। 

এবার, মধুমিতা তার জীবনের নতুন অধ্যায় নিয়ে বেশ আশাবাদী এবং সবার ভালোবাসা ও সমর্থন কামনা করছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow